কেরলের মাঠে ফুটবল ম্যাচ শুরুর আগে বাজি বিস্ফোরণে জখম কমপক্ষে ৩০

ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিম মালাপ্পুরমের একটি মাঠে খেলতে নামে এদিন। তবে খেলা শুরুর আগেই এই দুর্ঘটনা।

Must read

কেরলের (Kerala) মালাপ্পুরমে সোমবার একটি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল। ম্যাচ শুরুর আগে সেই বাজির দুর্ঘটনায় জখম হলেন কমপক্ষে ৩০ জন দর্শক। ফুটবল ম্যাচ শুরুর আগে বাজি ফাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। সেই সময়েই বিপত্তি। পরপর বাজি ফেটে অগ্নিকাণ্ড হয়। এরপরেই প্রাণ বাঁচাতে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বাজি ফেটে এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েক জন জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩০ জনে জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক চিকিৎসা করা হয়েছে সকলের।

আরও পড়ুন-আমতার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

জানা গিয়েছে, ফুটবল মাঠে বাজি ফেটে দুর্ঘটনা হয়েছে। বাজি ফেটে হঠাৎ করেই ছিটকে দর্শকদের বসার জায়গায় পড়েছিল। এর ফলেই কয়েক জন আহত হয়েছেন। তবে কেউই গুরুতর জখম হননি। ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিম মালাপ্পুরমের একটি মাঠে খেলতে নামে এদিন। তবে খেলা শুরুর আগেই এই দুর্ঘটনা।

Latest article