পুরীতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত পুণ্যার্থী, হাসপাতালে ভর্তি কমপক্ষে ৩০০

পুরীর গ্র্যান্ড রোড এর এই রাস্তা দিয়ে চলছিল রথ এবং ছিল অসংখ্য মানুষের ঢল। রথযাত্রার প্রথমে ছিল ভগবান বলভদ্রের রথটি।

Must read

চলতি বছর পুরীর (Puri) রথযাত্রায় (Rathyatra) ভয়ঙ্কর বিপর্যয়। রথ টানার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। নিহতের পরিচয় যদিও এখনো জানা যায় নি। মৃতের সংখ্যা ১ হলেও এদিন রথ টানাকে কেন্দ্র করে ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক মানুষ। কমপক্ষে ৩০০ জনকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫০ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশার স্বাস্থ্য সচিব হাসপাতালে যান। ভগবান বলভদ্রের তালধ্বজা রথ টানার সময় ওই ভক্তের মৃত্যু হয় বলেই খবর। তাঁকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, কার্ডিয়াক এরেস্ট নয়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর হৃৎস্পন্দন চলছিল। তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি৷

আরও পড়ুন-কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, হাতছাড়া পঞ্চায়েত

পুরীর গ্র্যান্ড রোড এর এই রাস্তা দিয়ে চলছিল রথ এবং ছিল অসংখ্য মানুষের ঢল। রথযাত্রার প্রথমে ছিল ভগবান বলভদ্রের রথটি। আজ,রবিবার বিকেলে পুরীতে ভগবান জগন্নাথের রথযাত্রা নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। প্রথমে তিন ঘণ্টার ‘পাহান্ডি’ আচার চলে। ‘জয় জগন্নাথ’ স্লোগান এবং শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথে আরোহণ করেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ রাজ্যের একাধিক মন্ত্রী আজ সেখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন এমন এক দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জরুরী পরিষেবা চালু করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

Latest article