চিনে ‘হিট অ্যান্ড রান’-এর ঘটনায় মৃত কমপক্ষে ৩৫, আহত ৪৩

পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে। এই ঘটনা কোনও দুর্ঘটনা, নাকি কোনও সন্ত্রাসবাদী হামলা সেটা এখনও স্পষ্ট হয় নি।

Must read

সোমবার ঝুয়াইয়ের (China) একটি ক্রীড়া কেন্দ্রে অনুশীলন চলছিল। সেই সময়ে হঠাৎ সেখানে দ্রুত গতিতে বেপরোয়া একটি চারচাকা গাড়ি চলে আসে। নিমেষের মধ্যেই একাধিক মানুষকে চাকায় পিষে, সজোরে ধাক্কা মারে গাড়িটি। নিমেষেই হতাহতদের রক্তে ভেসে যায় গোটা এলাকা।
পুলিশ সূত্রে খবর,ঘাতক গাড়ির চালক একজন ৬২ বছরের বৃদ্ধ। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে। এই ঘটনা কোনও দুর্ঘটনা, নাকি কোনও সন্ত্রাসবাদী হামলা সেটা এখনও স্পষ্ট হয় নি।

আরও পড়ুন-জিটিএ বৈঠকে মুখ্যমন্ত্রী, উন্নয়ন বোর্ডের সঙ্গে এবার মনিটরিং সেল

বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। প্রতি বছরই চিনের সেনাবাহিনী ওই শহরে একটি বার্ষিক উড়ান প্রদর্শনী করে। সেই উপস্থাপনা রয়েছে মঙ্গলবার। তার ঠিক আগের রাতে এমন অমানবিক ঘটনায় শহরের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ধৃত ব্যক্তির পারিবারিক নাম ফ্যান। ঘটনার সময়ের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন-বিজেপি প্রার্থীর কুকীর্তি ফাঁস পোস্টার পড়ল সাকোয়াঝোরায়

তবে এই ঘটনা নিয়ে সোশাল মিডিয়াতেও অযথা প্রচার রুখতে কঠোর নজরদারি শুরু করেছে চিনা সরকার ও প্রশাসন। ন্যাশনাল পিপল’স কংগ্রেস-এর কর্মসূচি চলাকালীন এই বিষয় নিয়ে আলোচনা চাইছে না বেজিং।

Latest article