দৌলতাবাদে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৪, আহত ১০

শনিবার গুরুগ্রামের (Gurugram) দৌলতাবাদ শিল্পাঞ্চলে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। একটি ফায়ারবল তৈরির কারখানাতে এই বিস্ফোরণ হয় বলেই জানা গিয়েছে

Must read

শনিবার গুরুগ্রামের (Gurugram) দৌলতাবাদ শিল্পাঞ্চলে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। একটি ফায়ারবল তৈরির কারখানাতে এই বিস্ফোরণ হয় বলেই জানা গিয়েছে। অগ্নিনির্বাপণ যন্ত্রে ব্যবহার হয়, এমন সব জিনিস তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটায় পর পর বিস্ফোরণ হতেই থাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় গুরুতর জখম হয় কারখানার কর্মী-শ্রমিকরা। কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ফলে কারখানার শ্রমিকদের হাত-পা উড়ে গিয়েছে। শনিবার দৌলতাবাদের এই ঘটনায় আহত আরও ১০ জন শ্রমিক।

আরও পড়ুন-ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল ১০ চুক্তি

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে বিস্ফোরণের মুহূর্ত দেখা যাচ্ছে। কারখানাটি যদিও সরাসরি দেখা যায় নি। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কালো ধোঁয়া ও ধুলোবালিতে ঢাকা পড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২৪টি ইঞ্জিন। আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে আশেপাশের সমস্ত দমকল দফতর থেকে ইঞ্জিন আনা হয়েছিল। লাগাতার বিস্ফোরণ চলেছিল কারখানায় যার ফলে আগুন নেভানোর কাজে রীতিমত বেগ পেতে হয়।

আরও পড়ুন-দিনের কবিতা

রাতভর বিস্ফোরণ এর ফলে আশেপাশের একাধিক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভারী লোহার শিটও উড়ে যায়। লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে এই কারখানায় এমন ভয়ঙ্কর আগুন লাগল, তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্তকারী দল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।

 

Latest article