বন্দুকবাজের হামলায় জর্জরিত আমেরিকা। মৃত্যু হয়েছে শয়ে শয়ে সাধারণ মানুষের। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে ৩০২টি। এই ঘটনাগুলিতে সব মিলিয়ে প্রাণহানি হয়েছে ৩৯০ জনের। আহত ১২১৬ জন। এরপর চলতি জুলাই মাসেও ট্রাম্পের উপরে হামলার ঘটনা-সহ ৩৪টি ‘মাস শুটিং’-এর (Mass Shooting) ঘটনা ঘটেছে মার্কিন মুলুকে। এই এই ঘটনাগুলিতে মৃত্যু হয়েছে মোট ৩২ জন।
১৩ জুলাই পর্যন্ত এই বছর আমেরিকায় মাস শুটিংয়ে অফিশিয়ালি মৃত ৪২২ জন। আর এখনও পর্যন্ত মাস শুটিংয়ের ঘটনা ঘটেছে ৩৩৬টি। প্রতিবছরই এই ধরনের ঘটনায় কয়েকশো মানুষের মৃত্যু হয় মার্কিন মুলুকে। এর আগে গতবছর ২৫ অক্টোবর আমেরিকার মেইন প্রদেশের ছোট্ট শহর লেউইস্টনে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ১৮ জনের।