গোয়ার (Goa) শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত আপাতত ৬ জন। শুক্রবার রাতে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। সেখানেই ভিড়ের চাপে রীতিমত পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। অনেকে ধাক্কাধাক্কিতে পড়ে যান, কিন্তু মারাত্মক পরিমান ভিড় থাকায় অনেকেই উঠতে পারেননি। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতের সংখ্যা ৫০-এর বেশি। আহতদের উদ্ধার করে দ্রুত গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন-মা-মাটি-মানুষের সরকারের বর্ষপূর্তি
এদিন রাতে গোয়ার শিরগাওয়ে শ্রী লইরাই যাত্রাকে ঘিরে বিপত্তি। শুক্রবার রাতে শ্রী দেবী লইরাই সংস্থান মন্দিরে পদপিষ্ট হন বহু ভক্ত। মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত আজ সকালে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন। গোটা পরিস্থিতি এই মুহূর্তে খতিয়ে দেখছেন তিনি। তবে হঠাৎ এভাবে পদপিষ্ট হওয়ার কারণ জানা যায়নি। মৃতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, হাজার হাজার মানুষ মন্দিরে ভিড় করেছিলেন। আগুনে খালিপায়ে হাঁটার দৃশ্য দেখতে সেখানে যান অনেকে। হঠাৎ করেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। একটি ঢালু জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান কয়েক জন। তারপরেই হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকরা অনেক চেষ্টা করে বহু মানুষকে নিরাপদে মন্দির থেকে বের করে আনেন।
আরও পড়ুন-তৃণমূল সাংসদের প্রতিবাদ
প্রসঙ্গত, গোয়ার শ্রী লইরাই যাত্রা এই সময়ের অন্যতম জনপ্রিয় উৎসব। প্রতি বছর শিরগাওয়ে দেবি লইরাইয়ের মন্দিরে ভিড় করেন বুহু ভক্ত। এপ্রিল থেকে মে মাস ধরে চলে এই তীর্থযাত্রা। খালিপায়ে আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার প্রথাও রয়েছে এই উৎসবকে ঘিরে। বহু মানুষ ওই প্রথা পালন করেন।