কঙ্গোয় (Congo) ভয়াবহ নৌকাডুবিতে মৃত ৭৮। এখনও অনেকের কোনও খোঁজ না পাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-পুজোর বুকিং এখনও তলানিতে, মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের
দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জানিয়েছেন, বৃহস্পতিবার কিভু হ্রদে উল্টে যাওয়া নৌকাটিতে কমপক্ষে ২৭৮ জন যাত্রী ছিলেন। এরপরই খুব দ্রুত উদ্ধারকার্য শুরু হলে কমপক্ষে ৫০ জন ডাঙায় উঠে আসেন। উদ্ধার হয় ৭৮ জনের মৃতদেহ। জানা গিয়েছে, হ্রদের জলে দুই তলা একটি নৌকা হঠাৎ করেই উল্টে যায়। দক্ষিণ কিভু প্রদেশের মিনোভা শহর থেকে আসা এই নৌকাটি ডুবে যাওয়ার সময় রাজধানী গোমার ধার থেকে ৩২৮ ফুট দূরে অবস্থান করছিল। কঙ্গোবাসী উত্তরাঞ্চলে যাতায়াতের জন্য এই জলপথ ব্যবহার করেন।
আরও পড়ুন-মণ্ডপে নিরাপত্তা নিশ্ছিদ্র করছেন পুলিশ-কর্তারা
প্রসঙ্গত, চলতি বছরে কিনশাসার কাছে মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি নৌকাডুবির ঘটনা তদন্ত করে দেখার কথা জানিয়েছিলেন। নৌকাটি ১০ জুন গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে সেদিন ওই নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।