আজ শনিবার সকালে তামিলনাড়ুর (TamilNadu) বিরুধনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জনের। গুরুতর আহত হয়েছেন দু’জন। আহতরা বিরুধনগরের সাত্তুরের ওই বাজি কারখানার শ্রমিক বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, আতশবাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই কারখানায় চারটি ঘর নিমেষের মধ্যে ভেঙে পড়ে। পাশের দু’টি বাড়িও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন-এবার হংকংয়েও ছড়িয়ে পড়ল এইচএমপিভি সংক্রমণ
খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেন। তবে ঘটনার নেপথ্যে অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘন বা কোনরকম অসাবধানতা ছিল কি না, সেই বিষয়ে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল। গত বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এনকে স্ট্যালিন উপযুক্ত বিধি মেনে বাজি তৈরি না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেও যদিও শিবকাশীর সেঙ্গমালাপট্টির বাজি কারাখানায় বিস্ফোরণে আট শ্রমিকের মৃত্যুর পর বিধি লঙ্ঘনের কথা জানা যায়।