সিভিক ভলান্টিয়ারের গণপিটুনির ঘটনায় সবংয়ে তিন বিজেপি কর্মী আটক

যে তিনজনকে আটক করেছে পুলিশ তারা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। জিজ্ঞাসাবাদ শুরু করেছে সবং থানার পুলিশ।

Must read

এক সিভিক ভলান্টিয়ারকে (Civic volunteer) বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলায় সবং ব্লকের মিঠাপুকুর এলাকায়। এই ঘটনার ফলে গুরুতর হন তিনি।সিভিক ভলান্টিয়ারকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই, এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে (BJP) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন-সদ্যোজাতদের জটিল চিকিৎসায় চালু হচ্ছে ‘নিকু’: রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান

জানা গিয়েছে, বিশ্বজিৎ জানা নামের ওই সিভিক ভলান্টিয়ার বেশিরভাগ দিন রাতে ডিউটি করেন। গোটা এলাকায় কড়া নজর থাকে আর এদিন সুযোগ বুঝে রাতের অন্ধকারে তাকে বেধড়ক মারধর করা হয়। কর্তব্যরত অবস্থায় সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সোমবার রাতে ডিউটি করার সময় সবংয়ের মিঠাপুকুর এলাকায় ৮জন যুবক ওই সিভিক ভলান্টিয়ারকে ডিউটি করতে বাধা দেয়। প্রতিবাদ করায় গণপিটুনি শুরু করে তারা। আঘাত পেয়ে চিৎকার করেন ওই সিভিক ভলান্টিয়ার। চিৎকার শুনে স্থানীয় মানুষজন জড়ো হয়। সেই সেসময় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলেই জানায় স্থানীয় বাসিন্দারা। যে তিনজনকে আটক করেছে পুলিশ তারা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। জিজ্ঞাসাবাদ শুরু করেছে সবং থানার পুলিশ। আহত সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ জানা জানিয়েছেন চারজন এখানে ডিউটি করছিলেন। হঠাৎ করে সাত–আটজন যুবক আসে। ডিউটি না করার জন্য বলে। সেটার প্রতিবাদ করলে মারধর শুরু হয়।

Latest article