পিকনিক মরশুমের শুরুতেই একশোয় একশো পুরুলিয়া পুলিশ

পুলিশ পথ দেখিয়ে মুরগুমা পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। বর্ধমানের একটি পিকনিক দল মাঠার কাছে বনে পিকনিক করতে গিয়েছিল।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : বড়দিন থেকে শুরু হওয়া পিকনিক মরশুমের প্রথম দুদিনেই নজরদারিতে একশো শতাংশ সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। একটিও দুর্ঘটনা ঘটল না, ঘটেনি কোনও অপ্রীতিকর ঘটনাও। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের স্বাচ্ছন্দ্যে নজর রেখেছেন।

আরও পড়ুন-আসাম এনআরসি আপডেট করার প্রক্রিয়ায় অসঙ্গতি, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, বড়ন্তী জলাধার কোথাও ডিজে বাজল না। মদ্যপান নিষিদ্ধ ছিল পাহাড়ে। পর্যটকদের আশা, এই শান্তির পরিবেশ থাকবে গোটা মরশুম জুড়ে। দুদিন আগেই জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সহায়তা কেন্দ্র চালু করে। বিশেষ একটি অ্যাপও চালু করা হয় নজরদারির জন্য। কিন্তু সেখানেই থেমে থাকল না পুলিশের চোখ। পাহাড়ে আগত বাগুইহাটির পিকনিক দলের সদস্যা মহিমা সেন বলেন, ‘আমরা ঠিক করেছিলাম মুরগুমা জলাধারের কাছে পিকনিক করব। চলে গিয়েছিলাম হিলটপে।

আরও পড়ুন-কোভিড-১৯ পরিস্থিতিতে লড়াইয়ে প্রস্তুত বাংলা, বুধবার জরুরি বৈঠক

পুলিশ পথ দেখিয়ে মুরগুমা পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। বর্ধমানের একটি পিকনিক দল মাঠার কাছে বনে পিকনিক করতে গিয়েছিল। পাশেই ডিজে নিয়ে হাজির হয় একদল যুবক। পুলিশ এসে ওই দলটিকে ডিজে সরিয়ে নিতে বলে। সারাদিন কোনও সমস্যা হয়নি।’ গড়পঞ্চকোটে পিকনিক করতে আসা নদিয়ারমৃন্ময় গোস্বামী বলেন, ‘পুলিশ ভালো কাজ করছে এখানে।’ জেলা পুলিশ সুপার বলেন, ‘পিকনিকে মদ এবং ডিজে বন্ধ করতে পারলেই সমস্যা কমতে বাধ্য। সেটাই করা হচ্ছে। ভোরের দিকে কুয়াশা থাকলে পিকনিক দলগুলি যাতে সাবধানে গাড়ি চালায়, সেদিকেও নজর রাখা হচ্ছে।’

Latest article