নিলাম শেষে এবার ভাঙল জুটি

আইপিএলের মেগা নিলাম শেষ। কয়েকজন রাতারাতি কোটিপতি বনে গেলেন। আবার কয়েকজন তারকা দলই পেলেন না!

Must read

প্রতিবেদন : আইপিএলের মেগা নিলাম শেষ। কয়েকজন রাতারাতি কোটিপতি বনে গেলেন। আবার কয়েকজন তারকা দলই পেলেন না! শুধু তাই নয়, এবারের নিলামের পর দেখা গেল বেশ কিছু বিখ্যাত জুটি ভেঙে গেল। একনজরে সেই সব জুটি।
এমএস ধোনি ও সুরেশ রায়না : সেই ২০০৮ সাল থেকে এক সঙ্গে জুটি বেঁধে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন দু’জনে। তবে ধোনিকে ধরে রাখলেও, রায়নাকে আগেই ছেড়ে দিয়েছিল সিএসকে। নিলামেও কোনও দল রায়নাকে নিয়ে আগ্রহ দেখায়নি। ফলে এক যুগেরও বেশি পুরনো এই জুটি এবার ভেঙে গেল।

আরও পড়ুন-তৃণমূলের ঝোড়ো ব্যাটিং, ধরাশায়ী বিরোধীরা

বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স : আইপিএলের আসরের আরেক বিখ্যাত জুটি। ডি’ভিলিয়ার্স আগেই অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন। তাই এবারের টুনামেন্টে তাঁকে দেখা যাবে না। ফলে একা হয়ে গেলেন বিরাট। অথচ, আরসিবি-কে বহু স্মরণীয় জয় উপহার দিয়েছেন বিরাট-ডি’ভিলিয়ার্স জুটি।
কে এল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল : টেস্ট দলের ওপেনারের জায়গা নিয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। যদিও মাঠের বাইরে দু’জনে অভিন্নহৃদয় বন্ধু। দু’জনেই কর্নাটকের ক্রিকেটার। তবে এবার পাঞ্জাব কিংস ছেড়ে রাহুল যোগ দিয়েছেন নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসে। ফলে এই জুটিও ভেঙে গিয়েছে।

আরও পড়ুন-একই সংখ্যক ভোট বাম-তৃণমূল কংগ্রেসের, শেষে লটারিতে সিদ্ধান্ত জয়ী তৃণমূল কংগ্রেস

হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া : পান্ডিয়া ব্রাদার্সের উত্থান আইপিএলের আসর থেকে। শুরু থেকেই হার্দিক ও ক্রুনাল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সদস্য ছিলেন। তবে এবার দু’জনেই নতুন দলের হয়ে কোটিপতি ক্রিকেট লিগে খেলবেন। হার্দিক গুজরাট এবং ক্রুনাল লখনউ।
ডেভিড ওয়ার্নার ও রশিদ খান : গত কয়েক মরশুম ধরে দু’জনে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার। ফলে ওয়ার্নার ও রশিদের মাঠের ভিতরে ও বাইরের রসায়ন রীতিমতো জমে গিয়েছিল। তবে এবার ওয়ার্নার ফিরে গিয়েছেন পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। আর রশিদ যোগ দিয়েছেন লখনউয়ে।

Latest article