প্রতিবেদন : মঙ্গলবার বিজয়া দশমী। প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে বাড়ির পথে উমা। তবে এবারের দুর্গাপুজোতে কলকাতা পুরসভা (Kolkata Corporation) আগের মতোই ভাল কাজ করেছে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ হাকিম জানান, আগে থেকেই রাস্তাঘাট মেরামত করা হয়েছিল। আর দুর্গাপুজো শেষে বাবুঘাটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জনের পালা। কোনওরকম বিশৃঙ্খলা সেখানে ঘটেনি।
আরও পড়ুন-পুতিন গুরুতর অসুস্থ? মিডিয়ার খবরে জল্পনা
তাছাড়া ঘাটগুলিতে কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মোতায়েন রয়েছে। পাশাপাশি এদিন যাতে কোনওরকম সমস্যা না হয় সে-কারণে নিজেই বাবুঘাটে উপস্থিত হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার কমিশনারও। গোটা বিষয়টি তদারকি করছেন তাঁরা। মেয়রের কথায়, আগামী তিন-চারদিন আমরা সবাই সক্রিয় থাকি। পুরসভার কোনও অফিসারকে আমি ঘুমোতে দিই না। ওঁরা ২৪ ঘণ্টা কাজ করেন। এদিকে, দশমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন।
আরও পড়ুন-মৃত্যুকূপ গাজায় বহু শিশুর মৃত্যুর আশঙ্কা
কলকাতা পুরসভার কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবঙ্গে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি এই দুর্গাপুজোয় কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা ভাল কাজ করেছে বলেও এদিন জানিয়েছেন ফিরহাদ।