প্রতিবেদন : এসআইআরের নামে হেনস্থা করা হচ্ছে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদদের (Athletes_protest)। এর প্রতিবাদে পথে নামলেন রাজ্যের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা। সোমবার ময়দানে ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন তাঁরা। হেনস্থা বন্ধে তাঁরা নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ারও ভাবনাচিন্তা করছেন বলে জানান। মহঃ সামির মতো ক্রিকেটারকে(Athletes_protest) শুনানিতে ডাকা হয়েছে। প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, অলোক মুখোপাধ্যায়ের ছোট ছেলে, মেহতাব হোসেনের পরিবারের সদস্যদেরও শুনানিতে ডাকা হয়েছে। ডাকা হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকেও। এদিন প্রথমে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির নিচে এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা থাকলেও সেখানে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের ভিড় থাকায় স্থান পরিবর্তন করে ভবানীপুর ক্লাবের সামনে কর্মসূচি পালিত হয়। এই প্রতিবাদ-কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তীরা। ছিলেন অন্য খেলার প্রতিনিধি থেকে ক্লাব কর্তারাও। যাঁরা খেলার মাঠে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু তার পরেও তুচ্ছ কোনও কারণে তাঁদের বা তাঁদের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে। এর প্রতিবাদে সরব হন মানস ভট্টাচার্যের মতো ফুটবলাররা। তিনি বলেন, আমরা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না। শুধু খেলোয়াড়দের নয়, প্রবীণ, অসুস্থ মানুষদেরও শুনানিতে ডাকা হচ্ছে। গোটা বিষয়টি কিছুটা সময় নিয়ে করা হলে এই সমস্যা হত না। অলোক মুখোপাধ্যায় বলেন, আমরা একই সঙ্গে ফর্ম-ফিল আপ করলাম। তার পরেও বুঝতে পারলাম না কেন আমার ছোট ছেলেকে ডেকে পাঠানো হয়েছে! দীপেন্দু বিশ্বাস বলেন, শুনানির নামে সাধারণ মানুষকে হয়রান করানো হচ্ছে। আমরা চাই অবৈধ ভোটারদের নাম বাদ যাক, তবে বৈধ ভোটারদের নাম থাক।
আরও পড়ুন-একাদশ-দ্বাদশে নিয়োগ চলতি মাসেই
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…