নৌসেনা ম্যাচের প্রস্তুতি শুরু মোহনবাগানের, আজ শহরে পেত্রাতোস

Must read

প্রতিবেদন : ডার্বি জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলারদের নিয়ে প্র্যাকটিসে নেমে পড়লেন মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ জুয়ান ফেরান্দো। বুধবার ডুরান্ড কাপের গ্রুপ লিগে নৌসেনার বিরুদ্ধে শেষ ম্যাচ। সোমবার থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: জরিমানা হল এআইএফএফের

এদিনই মুম্বই সিটি এফসি ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রাজস্থান ইউনাইটেডকে। তিন ম্যাচে সাত পয়েন্ট পাওয়া মুম্বইয়ের কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত। এই ম্যাচে চোখ ছিল সবুজ-মেরুন শিবিরেরও। এদিনের পর যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বুধবার জিততেই হবে লিস্টন কোলাসোদের। এবারের মোহনবাগানে গোল করার লোকের বড়ই অভাব। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের অভাব প্রতিটি ম্যাচেই চোখে পড়ছে। যদিও এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না ফেরান্দো। মোহনবাগান (ATK Mohun Bagan) কোচের একটাই কথা, ‘‘মরশুম সবে শুরু হয়েছে। ধীরে ধীরে দল ঠিকই ছন্দ ফিরবে।’’
সবুজ-মেরুন শিবিরের জন্য সুখবর, মঙ্গলবার দুপুরেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন দলের ষষ্ঠ বিদেশি দিমিত্রি পেত্রাতোস। রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য পেত্রাতোস যোগ দিয়েছেন এশীয় কোটার ফুটবলার হিসেবে। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হলেও পেত্রাতোস গোল করতেও সমান দক্ষ। তিনি যোগ দিলে ফেরান্দোর হাতে বিকল্প আরও বাড়বে। তবে তাঁকে ডুরান্ডে খেলানো হবে কি না, তা এখনও পরিষ্কার নয়।

Latest article