তুহিন দাস মহাপাত্র: প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর এবার মুম্বই এফসির (ATK Mohun Bagan- Mumbai FC) বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করল মোহনবাগান। ফলে রবিবাসরীয় ডার্বিতে নামার আগে জয় অধরাই রইল জুয়ান ফেরান্দোর দলের। অথচ শুরুটা দুর্দান্ত করেছিল মোহনবাগান। ঘড়ির কাঁটা সবে দু’মিনিট পেরিয়েছে, দুরন্ত প্রতি আক্রমণে বল নিয়ে মুম্বই বক্সে ঢুকে পড়লেও শেষ মুহূর্তে ডান পোস্টে বল মারেন লিস্টন কোলাসো। ১১ মিনিটে ফের একটি গোলের সুযোগ হাতছাড়া করেন লিস্টন। এর পরেও বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের মুখ খুলতে পারেনি মোহনবাগান (ATK Mohun Bagan- Mumbai FC)। ৪০ মিনিটের মাথায় মুম্বই বক্সে দারুণ একটি শট নেন হুগো বোউমাস। মুম্বই গোলরক্ষকের হাত থেকে বল ছিটকে বেরোতে, ফিরতি বলে ডান পায়ের অসাধারণ একটি শটে গোল করেন লিস্টন।
আরও পড়ুন: দুই উপনির্বাচনেই ধরাশায়ী বিরোধীরা, কুৎসা উড়িয়ে জয়ী তৃণমূল
আগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে দু’বার এগিয়ে গিয়েও দুর্বল রক্ষণের কারণে হারতে হয়েছিল মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে দলে পাচটি বদল আনলেও, সবুজ-মেরুন রক্ষণের ফাটল স্পষ্ট হয়ে যাচ্ছিল বারবার। এই অর্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় মুম্বই। ৭৭ মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরান আর্জেন্টিনার স্ট্রাইকার পেরেরা ডিয়াজ। সঞ্জু স্ট্যালিনের কর্নার থেকে চমৎকার হেডে গোল করেন তিনি। সুযোগ এসেছিল মোহনবাগানের কাছেও। কিন্তু অসহায় মুম্বই গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি পরিবর্ত হিসেবে মাঠে নামা মনবীর সিং। এদিকে, এদিনই এএফসি কাপে মোহানবাগানের প্রতিপক্ষ স্থির হয়ে গেল। ৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার ক্লাব কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলবেন লিস্টনরা।