পোগবার বিকল্প খুঁজে নিল মোহনবাগান

Must read

প্রতিবেদন : চোট পেয়ে দেশে ফিরে যাওয়া ফ্লোরেন্তিন পোগবার বিকল্প খুঁজে নিল মোহনবাগান (Slavko Damjanovic- ATK Mohun Bagan)। পল পোগবার দাদার পরিবর্তে আইএসএলের বাকি ম্যাচগুলোয় সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন স্লাভকো দামজানোভিচ। ৩০ বছর বয়সি সার্বিয়ার এই সেন্ট্রাল ডিফেন্ডার অবশ্য ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। ২০২১-২২ মরশুমে চেন্নাইয়িন এফসি-র হয়ে আইএসএলে খেলেছেন। ছ’ফুট দু’ইঞ্চি উচ্চতার স্লাভকো চলতি মরশুমে যোগ দিয়েছিলেন সার্বিয়ার সুপার লিগের ক্লাব নোভি পাজারে। সেখান থেকেই তিনি যোগ দিলেন মোহনবাগানে (Slavko Damjanovic- ATK Mohun Bagan)।

আরও পড়ুন-আবেগের বিস্ফোরণে বাতিল উৎসব, হেলিকপ্টারে উদ্ধার মেসিদের

হাতে আরও কিছু বিদেশি ডিফেন্ডারের বায়োডেটা থাকলেও, ভারতীয় ফুটবল সম্পর্কে অভিজ্ঞ স্লাভকোর উপরেই ভরসা রাখলেন বাগান কর্তারা। খুব দ্রুতই তিনি জুয়ান ফেরান্দোর শিবিরে যোগ দিচ্ছেন বলে খবর। পাশাপাশি আরেক চোট পাওয়া বিদেশি জনি কাউকোর পরিবর্তেরও খোঁজ চলছে। ইতিমধ্যেই একজনের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলে জানা গিয়েছে। খুব দ্রুত তাঁর নামও ঘোষণা করে দেওয়া হবে।
এদিকে, শনিবার ফের মাঠে নামছে মোহনবাগান। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুয়ানের দল। শনিবার হুগো বুমোসদের প্রতিপক্ষ লিগের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেড। যারা ১০ ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হেরেছে। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও, তিন পয়েন্ট পেতে মোহনবাগানের খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আগের ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করলেও, খুব একটা ভাল খেলতে পারেননি বুমোস, লিস্টন কোলাসোরা। তাই জুয়ান নর্থইস্ট ম্যাচকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন।

Latest article