খেলা

আইএসএল ফাইনাল নিয়ে উন্মাদনা, আজ গোয়ায় মোহনবাগান

সত্যজিৎ চট্টোপাধ্যায়

খুব কঠিন একটা মরশুম শেষ করতে চলেছে মোহনবাগান (ATK Mohun Bagan)। চোট-আঘাত, অসুস্থতা, খারাপ সময় কাটিয়ে যদি এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে দল, এর থেকে তৃপ্তির কিছু হতে পারে না। আমি মোহনবাগানের হাতেই ট্রফি দেখছি। ফাইনালে যদি প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি হত, তাহলে মোহনবাগান একটু বেশিই হয়তো চাপে থাকত। কিন্তু বেঙ্গালুরু এফসি বলেই আমি জুয়ান ফেরান্দোর দলকে নিয়ে আশাবাদী। ওদের সঙ্গে সেই আই লিগ থেকে যতবারই দেখা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই আমরা জিতেছি। আইএসএলেও দু’দলের মুখোমুখি সাক্ষাতে মোহনবাগান অনেক এগিয়ে। ছ’বারের সাক্ষাতে চারবারই আমরা জিতেছি। সেখানে বেঙ্গালুরু জিতেছে মাত্র একবার। একটিতে ড্র।

আরও পড়ুন: প্রস্তুতি আশিকের, যাচ্ছেন দলের সঙ্গে

ফাইনালে যদিও পরিসংখ্যান খাটে না। দু’টি দলই খুব ভাল জায়গায় আছে। তবু বলছি, আমাদের খেলোয়াড়দের যে মান তাতে ফাইনালটা জেতা উচিত। মোহনবাগানই এগিয়ে থাকবে। নিরপেক্ষ মাঠে খেলা। গোয়া ফাইনালের জন্য খুব ভাল ভেনু। উপভোগ্য ম্যাচ হবে বলেই মনে করি। মোহনবাগানে খেলে যাওয়া রয় কৃষ্ণ, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গান, জাভি হার্নান্ডেজের মতো খেলোয়াড় বেঙ্গালুরু দলে রয়েছে। জাভি দারুণ ফুটবল খেলছে। ওকে বেশি জায়গা দেওয়া যাবে না। জাভির সেটপিসগুলোও বিপজ্জনক। জুয়ান নিশ্চয় তার তার প্ল্যান ‘এ’, প্ল্যান ‘বি’ তৈরি রাখবে।

আমার কাছে ফাইনাল ৫৫-৪৫। মোহনবাগানের (ATK Mohun Bagan) জেতার সম্ভাবনা ৫৫ শতাংশ, বেঙ্গালুরুর ৪৫ শতাংশ। একটাই চিন্তা, মোহনবাগান গোলমুখে বারবার ব্যর্থ হচ্ছে। গোল করার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকলেও মোহনবাগান এগিয়ে থাকবে। আমি চাইব, জুয়ান যেন ফাইনালে রণনীতিতে বড় কোনও পরিবর্তন না করে। তবে লিস্টন কোলাসো যতই অফ ফর্মে থাকুক, ওকে শুরু থেকেই খেলানো উচিত। ফাইনাল কিন্তু লিস্টনের ঘরে মাঠে। কে বলতে পারে, সেদিনই ও জ্বলে উঠবে না। কিয়ান নাসিরি বরং পরে নামুক। আশিক কুরুনিয়ন খেললে অবশ্য পরিকল্পনা বদলাবে। ভুললে চলবে না, মোহনবাগানের গোলে থাকবে দারুণ ফর্মে থাকা বিশাল কাইথ। সঙ্গে স্লাভকো, প্রীতমদের নিয়ে গড়া ডিফেন্স লাইন। আমি তো ট্রফি দেখতে পাচ্ছি।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

58 seconds ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago