প্রতিবেদন : আইএসএলের আয়োজক এফএসডিএল-এর অনুমতি মেলেনি। তাই এবারও কলকাতা লিগে খেলবে না মোহনবাগান (Calcutta Football League- ATK Mohun Bagan)। শনিবার সরকারিভাবে আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমরা আগেই বলেছিলাম এফএসডিএল-এর অনুমতি পেলেই কলকাতা লিগে খেলব। কিন্তু আমরা অনুমতি পাইনি তাই কলকাতা লিগে খেলছি না। এফএসডিএলের চিঠি আমরা আইএফএ-কে পাঠিয়ে দিয়েছি।’’ এফএসডিএল-এর নিয়মেই আছে, আইএসএলের সময় অন্য কোনও টুর্নামেন্ট বা লিগে খেলতে পারবে না দেশের সেরা লিগে অংশগ্রহণকারী দলগুলি। আইএফএ পুজোর আগেই মোহনবাগান-সহ তিন প্রধানকে সুপার সিক্সের দু’টি করে ম্যাচ খেলতে বলেছিল। সূচিও তৈরি করে দু’দিন আগে ক্লাবগুলিকে পাঠানো হয়। কিন্তু এদিন মোহনবাগান (Calcutta Football League- ATK Mohun Bagan) সরকারিভাবে লিগে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিল। আইএফএ কী করে, সেটাই দেখার।
আরও পড়ুন-মেসির জোড়া গোল, জিতল আর্জেন্টিনা