মধ্যবিত্তের কপালে ভাঁজ। মে মাসের প্রথম দিন থেকেই এটিএম (ATM) ব্যবহারের খরচ বাড়বে। দেশের প্রতিটি বড় এবং ছোটো শহরে এই নিয়ম লাগু করা হবে। আরবিআই তরফে জানানো হয়েছে এবার থেকে এটিএম থেকে টাকা তুলতে হলে আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। যদি নিজের এটিএমের মাসিক নির্ধারিত সময়ের বেশি আপনি টাকা তোলেন তাহলে সেখান থেকেই দিতে হবে বেশি টাকা। ২ টাকা থেকে শুরু করে ২৩ টাকা পর্যন্ত টাকা অতিরিক্ত খরচ হতে পারে। এতদিন পর্যন্ত নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার টাকা তোলা যেত। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে এটি ছিল তিনবার। তবে এবার থেকে সীমা অতিক্রম করলেই গ্রাহকদের দিতে হবে বাড়তি টাকা।
আরও পড়ুন-নেপাল পুলিশ এবং রাজতন্ত্রপন্থী সমর্থকদের সংঘর্ষ, মোতায়েন সেনাবাহিনী, নিহত ২
আরবিআই এই মর্মে জানিয়েছে নির্ধারিত সময়ের থেকে বেশি টাকা তুলতে গেলে এবার থেকে প্রতিবার ২৩ টাকা করে দিতে হবে। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা নিয়ম হবে না। সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে। ডিজিটাল কাজের গতি বাড়াতেই এই নিয়মটি কড়াভাবে কার্যকর করা হবে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে আরবিআই কথা বলে নিয়েছে। এরপর তারা এবিষয়ে নির্দেশিকা জারি করেছে। দেশের বিভিন্ন অংশে যাতে বেশি করে ডিজিটাল লেনদেন বাড়ে সেদিকে জোর দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গ্রাহকরা এর ফলে সমস্যায় পড়বেন সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।