সংবাদতাতা, বালুরঘাট: প্রতিমা বিসর্জনে নদীদূষণ রোধে পথ দেখাচ্ছে বালুরঘাট। পুরসভার ব্যবস্থাপনায় খুশি পরিবেশপ্রেমীদের। বিগত বছরে জেলা সদর বালুরঘাটের আত্রেয়ী নদীর সদরঘাট সংলগ্ন নদীতে একাধিক প্রতিমার কাঠামো পড়ে থাকতে দেখা গেলেও চলতি বছরে একটাও পড়ে নেই।
আরও পড়ুন-জয়দুর্গার বোধন হয়, বিসর্জন হয় না
বালুরঘাট থানা এলাকায় পুজোর সংখ্যা ১২৬। মহিলাদের পুজোর সংখ্যা ২৫। দশমীর রাতেই সদরঘাটে শতাধিক প্রতিমার বিসর্জন হয়েছে। এ বছর নদীতে প্রতিমা বিসর্জিত হওয়ার পরপরই কাঠামো তুলে নদীতীরবর্তী স্থানে রাখবার বিশেষ ব্যবস্থা করেছিল পুরসভা। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাশগুপ্ত বলেন, সবাই একযোগে কাজ করার ফলে এটি সম্ভব হয়েছে।