ফের উত্তরপ্রদেশে দলিত প্রৌঢ়ের উপর ‘বর্বরোচিত‘ অত্যাচার!

Must read

একের পর এক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নিগৃহীত দলিত সম্প্রদায়ের মানুষ। সোমবার রাতে গোয়ালিয়রে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, মূত্রপান করানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh Dalit) লখনউ-শহরতলিতে দলিত প্রৌঢ়কে মাটি চাটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্বামী কান্ত ওরফে ‘পাম্মু’ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, দীপাবলির সন্ধেয় লখনউ-শহরতলির রামপাল রাওয়াতকে মন্দিরের কাছেই এক জায়গায় অসাবধানবশত প্রস্রাব করেন বছর ষাটের ওই দলিত প্রৌঢ়। তারপরেই তাঁকে ধরে নিগ্রহ করা হয়। এই এলাকার মাটি চাটতে বাধ্য করে স্বামী কান্ত ও তার দলবদল। অভিযোগ পেয়ে স্বামী কান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। নিজের এক্স হ্যান্ডেলেতিনি লেখেন, এই ঘটনা ‘বর্বরোচিত ও অমানবিক’ বলে উল্লেখ করেন তিনি। অভিযুক্ত ব্যক্তি RSS-কর্মী বলে অভিযোগ কংগ্রেসের। বিজেপি ও RSS-কে ‘দলিত বিরোধী’ বলেও নিশানা করে তারা।

আরও পড়ুন- দুর্ঘটনায় রাষ্ট্রপতির হেলিকপ্টার, সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী

এর আগে, সোমবার রাতে গোয়ালিয়রে শ্বশুরবাড়ি থেকে এক দলিত (Uttar Pradesh Dalit) যুবককে অপহরণ করে সুরপুরা গ্রামে নিয়ে যান সোনু বড়ুয়া, তাঁর দুই সহযোগী অশোক পাঠক ও ছোটু ওঝা। ওই দলিত যুবককে গাড়ি নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে থাকেন তাঁরা। বেধড়ক মারধরের সঙ্গে মূত্রপানে বাধ্য করা হয় তাঁকে- অভিযোগ দলিত ড্রাইভারের। শিকল দিয়ে বেঁধে তাঁকে সারারাত অত্যাচার করা হয় বলে অভিযোগ। ভিন্দের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে একের পরে দলিত নিগ্রহ ঘটনা ঘটে চলেছে। রাজনৈতিক নেতৃত্বের মতে, এর থেকে প্রমাণ হয় গেরুয়া শিবির দলিত বিরোধী। তারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ।

Latest article