প্রতিবেদন: বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, নাকি অন্য কিছু? মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকায় দিল্লির আপ-সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা তুলবে কে? এই প্রশ্নকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। দিল্লির প্রশাসনিক দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁরই সরকারের মন্ত্রী অতিশিকে জাতীয় পতাকা তোলার অনুমতি দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে আপের নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, আপ-সুপ্রিমো কেজরিওয়ালের ইচ্ছাতেই জাতীয় পতাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে অতিশিকে। আপ সরকারেরই আর এক মন্ত্রী গোপাল রাই এ বিষয়ে চিঠি দিয়েছিলেন দিল্লির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা জিএডিকে। তারই উত্তরে প্রশাসন জানিয়ে দিয়েছে, অনুমতি দেওয়া সম্ভব নয়। প্রশাসনিক আধিকারিকদের যুক্তি, জাতীয় পতাকা তোলার কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি আছে। তার থেকে বিন্দুমাত্র বিচ্যুতি পুরো অনুষ্ঠানের পবিত্রতা ক্ষুণ্ণ করবে।
আরও পড়ুন-সেনা-জওয়ানকে থানায় নগ্ন করে পেটাল বিজেপির পুলিশ
স্বাধীনতা দিবসে তাঁকে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী অতিশি তীব্র কটাক্ষ করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনাকে। তাঁর মন্তব্য, নতুন ভাইসরয় এসেছেন। আসলে তিনি নিজেই জাতীয় পতাকা উত্তোলন করতে চাইছেন ওইদিন। অথচ অদ্ভুত বিষয়, একটা নির্বাচিত সরকারের মন্ত্রীকে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেওয়া হচ্ছে না। লক্ষণীয়, কেজরিওয়ালের ইচ্ছা অনুযায়ী আর এক মন্ত্রী গোপাল রাই ইতিমধ্যেই অতিশির জাতীয় পতাকা তোলার জন্য যাবতীয় আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন দিল্লি প্রশাসনকে। কিন্তু শেষ মুহূর্তে জিএডির অতিরিক্ত মুখ্যসচিব নবীন কুমার চৌধুরী জানিয়ে দিলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর নির্দেশের কোনও আইনগত ভিত্তি নেই।