নাইজেরিয়ায় গির্জায় হামলা, মৃত ৫০

কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।

Must read

প্রতিবেদন : গির্জার মধ্যে তখন প্রার্থনা চলছে। আচমকাই গির্জার ভেতর ঢুকে পড়ল একদল দুষ্কৃতী। সকলের মুখই কাপড়ে বাঁধা, হাতে বন্দুক। গির্জায় ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। এই হামলায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন শিশু। জখম হয়েছেন বেশ কয়েকজন। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-বিপাকে বরিস

ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার নাইজেরিয়ার ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস নামে একটি গির্জায় বন্দুকবাজরা হামলা চালায়। ছুটির দিন হওয়ায় গির্জায় ভালই ভিড় ছিল। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।

Latest article