ডোডায় সেনা ক্যাম্পে হামলা, আহত ৬ জওয়ান

এবার বুধবার ভোররাতে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেটিং বেসে হামলা চালায় জঙ্গিরা।

Must read

ফের উত্তপ্ত ভূস্বর্গ। ক্রমাগত চলছে জঙ্গি হামলা। এবার বুধবার ভোররাতে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেটিং বেসে হামলা চালায় জঙ্গিরা। এই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন সেনা জওয়ান ও একজন পুলিশ অফিসার। তবে নিহত হয়েছে এক জঙ্গি। এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে জইশ জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন।

আরও পড়ুন-বাংলায় বদলে গেল রোড ট্যাক্সের বিধি

জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ডোডার অস্থায়ী বেসে হামলা চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর উপরে হঠাৎ হামলা করে জঙ্গিরা। কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত তারা সেখানেই চিকিৎসাধীন। প্রাথমিকভাবে সংঘর্ষ শুরু হওয়ার পরই পাল্টা এনকাউন্টার শুরু হয়। ঘটনার পর জঙ্গিদের খোঁজে বেস ক্যাম্পের পাশের জঙ্গলে তল্লাশি করা হচ্ছে। জইশের শাখা সংগঠন দ্য কাশ্মীর টাইগারস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুন-পাটুলীতে নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে চাকায় পিষল সবজির ভ্যান

জম্মু-কাশ্মীরের এডিজিপি আনন্দ জৈন এই ঘটনার পর বলেন, “আমাদের প্রতিবেশীরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। হিরানগরের সন্ত্রাস হামলাতেও অনুপ্রবেশ জড়িয়ে রয়েছে। একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।”

Latest article