সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ফের হাতির উপদ্রব। গভীর রাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লোহার দরজায় প্রবল শব্দে নাড়াচাড়া শুরু হতেই ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। তবে ভয়ে কেউই বাইরে বেরোতে সাহস পাননি। তাঁরা দেখতে পান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লোহার দরজা বাঁকিয়ে দিয়েছে হাতির দল। ভিতরে ঘুমিয়ে থাকা এক দম্পতির রাত কাটে চরম আতঙ্কে। হঠাৎ মাটির দেওয়াল ভাঙার বিকট শব্দে তাঁরা বুঝতে পারেন, হাতির দল বাড়িতে হানা দিয়েছে। বাইরে না বেরিয়ে ঘরের এক কোণে আশ্রয় নেন তাঁরা।
আরও পড়ুন-কয়লা খনিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের
সেই সময় শুঁড় দিয়ে টেনে নিয়ে যায় বাড়িতে রাখা দুটি চালের বস্তা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এটি ঝাড়গ্রাম রেঞ্জের বাঁদরভুলা বিটের হদহদি গ্রাম এবং মানিকপাড়া রেঞ্জের রামরামা বিটের ভাগাবাঁধ গ্রামের ঘটনা। ধাতকিডাঙার জঙ্গল থেকে দলছুট দুটি দাঁতাল গ্রামে ঢুকে পড়ে। প্রথমে হদহদি গ্রামের ননীগোপাল মাহাতোর মাটির বাড়ির দেওয়ালের অংশ ভেঙে ফেলে তারা। এরপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালায়। সেখান থেকে ভাগাবাঁধ গ্রামে গিয়ে আরও একটি মাটির বাড়ি ভাঙচুর করে। ঝাড়গ্রাম বন আধিকারিক জানান, হাতিরা প্রতিদিনের প্রয়োজনীয় খাদ্যের ঘাটতির কারণে মাঝে মধ্যেই খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বন দফতরের এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষয়ক্ষতির হিসেব করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

