৩ দিন ব্যাপী কনসার্টের কথা ছিল অস্ট্রিয়ায় বিশ্বখ্যাত আমেরিকান সঙ্গীত শিল্পী টেলর সুইফটের (Taylor Swift)। সেই নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই জঙ্গি হামলার ছক বানচাল করল অস্ট্রিয়ায় পুলিশ। এই ঘটনার ফলে শেষ মুহূর্তে টেলর সুইফটের কনসার্ট বাতিল করা হয়। টেলরের কনসার্টে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর সদস্যরা হামলা চালাতে পারে আশঙ্কা করেই বাতিল করা হয় এদিনের অনুষ্ঠান। ইতিমধ্যেই ভিয়েনাতে টেলরের মিউজ়িক কনসার্টে হামলা চালানোর ছক কষার সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি গোয়েন্দারা জানান কনসার্টে হামলার ছক কষেছে পাক জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। খবর পেয়েই সরকারি আধিকারিকরা অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে খবর দেয়। এরপরেই বাতিল করা হয় অনুষ্ঠান।
আরও পড়ুন-‘বিভাজনের রাজনীতি,’ ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস
বুধবার এই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর ২ যুবককে। একজনের বয়স ১৯ বছর। উল্লেখ্য, বৃহস্পতি, শুক্র ও শনিবার অস্ট্রিয়ায় ভিয়েনার আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে ৩ দিন ধরে টেলর সুইফটের মিউজ়িক কনসার্ট ছিল । এই ঘটনার পরে বাতিল করা হয় কনসার্ট।