মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) পেনসিলভেনিয়ার বাটলারে চলছিল এক নির্বাচনী জনসভা। সেখানেই হঠাৎ গুলি চলল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে। শুধু তাই নয়, এভাবে ভরা সমাবেশে বন্দুকধারীর গুলিতে এক দর্শকও নিহত হয়েছেন। যদিও সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। সূত্রের খবর, আরও এক দর্শকের অবস্থা বেশ গুরুতর। আহত হয়েছেন ট্রাম্প নিজেও। তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে গিয়েছে। তাঁর কানের লতি থেকে রক্তপাত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন এক ঘটনাকে হত্যার চেষ্টা হিসেবে তদন্ত শুরু করছে।
আরও পড়ুন-দিনের কবিতা
কিছুক্ষনের মধ্যেই এই ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসে এবং সেখানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা তাঁকে ঘিরে ধরেছেন। ট্রাম্পের মুখ রক্তাক্ত। কোনমতে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ঘটনার পরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন-সংবিধান মেনে শপথ হবে
প্রসঙ্গত, ১৯৬৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়েছিল। ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান এক জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনার পর এই প্রথম কোনও প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীকে এভাবে হত্যার চেষ্টা হল আমেরিকায়। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় রবার্ট এফ কেনেডিসহ বেশ কয়েকজন নির্বাচনী প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। চলতি বছরই আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাতে আর মাত্র চার মাস। তার আগে এমন এক ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।