‘আইনশৃঙ্খলার বিষয়টিকে সাম্প্রদায়িক করে তোলার প্রচেষ্টা দুঃখজনক’, চকেরপাড়া বারোয়ারির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের

জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri) বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠভাবে হলেও বিসর্জনের শোভাযাত্রায় লাঠিচার্জ, মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছে।

Must read

জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri) বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠভাবে হলেও বিসর্জনের শোভাযাত্রায় লাঠিচার্জ, মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অভব্যতার অভিযোগ উঠেছে। অবশেষে কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার পুলিশ একাধিক নিয়মভঙ্গ ও গুরুতর অভিযোগের কারণে চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির বিরুদ্ধে মামলা করল। শুক্রবার রাতে জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। চকেরপাড়া বারোয়ারি পুলিশ প্রশাসনের নির্ধারিত নির্দেশ অমান্য করে তাঁদের প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। স্বাভাবিকভাবেই এর ফলে অন্যান্য প্রতিমার ভাসানে সমস্যা হয়। সেই সময়ে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মী রুবি দত্ত, দেবরতি বিশ্বাস ও মন্দিরা দেবনাথ পুজো উদ্যোক্তাদের শান্তিপূর্ণভাবে ভাসান করার অনুরোধ করলে চকেরপাড়া বারোয়ারির কয়েকজন তাদের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করেন এবং শারীরিকভাবে বাধা দেন ও মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে। যদিও এরপর ভাসান প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন-‘শুভ জন্মদিন ভাই…’, শাহরুখ খানকে জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এরপরেই কৃষ্ণনগরের ঘটনা নিয়ে পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয়, ”বিসর্জন চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা শুরু হয় যার ফলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশের নির্ধারিত নির্দেশ অমান্য করে প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যার ফলে অন্যান্য প্রতিমার ভাসানে সমস্যা হয় ও পুলিশের দায়িত্বপালনে বাধা সৃষ্টি হয়। পুলিশ শান্তিপূর্ণভাবে ভাসান শেষ করার অনুরোধ করলে অশালীন ভাষা প্রয়োগ করা হয় ক্লাবের তরফে। পুলিশের কাজে বাধা ও মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে। চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি কর্মীদের কাজে বাধা ও মহিলা পুলিশকর্মীকে শারীরিক হেনস্থার অভিযোগে মামলা হয়েছে। কোতোয়ালি থানায় মামলা নং ১১৯৮/০১.১১.২০২৫, বিএনএস ধারা ৬১(২), ৭৪, ৭৫, ৭৬, ৭৯, ১২৬(১), ১৩২, ১৩৩, ৩৫১(২) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলার এই বিষয়টিকে সাম্প্রদায়িক করে তোলার প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক।”

Latest article