সংবাদদাতা, হিঙ্গলগঞ্জ : হিংসার রাজনীতি অব্যাহত বিরোধীদের। তৃণমূল (TMC) অঞ্চল সহ-সভাপতিকে পিটিয়ে খুনের চেষ্টা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত-সহ তিনজনকে। আক্রান্ত তৃণমূল অঞ্চল সহ-সভাপতির নাম রণজিৎ দাস। আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ বিধানসভার সন্দেশখালির খুলনা এলাকায়। জমি-সংক্রান্ত সমস্যার জের ও তোলা না-দেওয়ায় এই মারধর বলে অভিযোগ আক্রান্তের পরিবারের।
আরও পড়ুন- দুপুরে নামল আঁধার, মহানগর জুড়ে ভারী বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা সন্দেশখালির খুলনা এলাকার তৃণমূল নেতা রণজিৎ দাস প্রাক্তন পঞ্চায়েত মেম্বার ও বর্তমানে খুলনা এলাকার তৃণমূল (TMC) অঞ্চল সহ-সভাপতি। অভিযোগ, শুক্রবার সকালে ওই সহ-সভাপতি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মূল অভিযুক্ত সুকান্ত দাস ও তার পরিবারের কয়েকজন। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। আক্রান্তের পরিবারের অভিযোগ, একটি জমি নিয়ে বেশ কিছুদিন ধরে সুকান্ত দাস ও তাঁর অনুগামীদের সঙ্গে গন্ডগোল হচ্ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রায়শই সুকান্ত দাস রঞ্জিত দাসের কাছ থেকে টাকাপয়সা নিত। গত কয়েকদিন আগে ওই জমি-সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে সুকান্ত দাস ৪ লক্ষ টাকা চায় রঞ্জিত দাসের কাছে। কিন্তু রঞ্জিত দাস সেই টাকা দিতে অস্বীকার করায় এদিন সকালে তাঁর ওপর সুকান্ত দাস এবং তার পরিবারের কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুকান্ত দাস-সহ তিনজনকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…