কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। দিনের ব্যস্ত সময়ে দশদিনে ফের এক আত্মহত্যার ঘটনায় মৃত্যু হল এক মহিলার। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করলেও অফিস টাইমে আত্মহত্যা বন্ধ করতে যে মেট্রো কর্তৃপক্ষ এখনও ব্যর্থ তা আরেকবার প্রমাণিত হল।
বুধবার চাঁদনি চক মেট্রো স্টেশনে সন্তানকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে আত্মহত্যা করেন এক মহিলা। বেশ কিছু স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকদের সামনে চোখের পলকে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় অনেকেই অসুস্থও হয়ে পড়েন। অন্যদিকে মেট্রো আচমকা বন্ধ হয়ে যাওয়ায় মেট্রোর (Kolkata Metro) ভিতরে আটকে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন- ডানা’র হানা ঠেকাতে প্রস্তুত কলকাতা পুরসভা, থাকছে WBSEDCL-CESC-এর হেল্পলাইন নম্বরও
প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ থাকে ময়দান থেকে গিরীশ পার্ক পর্যন্ত তবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা হয়। পরে সম্পূর্ণ পরিষেবাই স্বাভাবিক হয়। তবে সব স্টেশনে নজরদারির অভাব এখনও চোখে পড়ছে আটদিনে দুই আত্মহত্যার ঘটনায়।