সংবাদদাতা, গাইঘাটা : বেড়গুম দু’নম্বর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি কল্যাণ দত্তকে কুপিয়ে খুনের চেষ্টা। অভিযোগের তির এলাকার বিজেপি কর্মী জয়দীপ দত্তের বিরুদ্ধে। বরাত জোরে প্রাণে বাঁচলেও আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনায় দুষ্কৃতীদের ধরার দাবিতে রাস্তা অবরোধ করল তৃণমূল (Trinamool Congress) কর্মীরা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য জোরদার তল্লাশি শুরু করেছে। উত্তর ২8 পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বেড়গুম দু’নম্বর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলার চালায়। তারই প্রতিবাদে, দুষ্কৃতীদের ধরার দাবিতে রাস্তা অবরোধ করল তৃণমূল (Trinamool Congress) কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় একটি পুকুর ভরাটে বাধা দেন কল্যাণ দত্ত। অভিযোগ সেই আক্রোশেই খুনের চেষ্ট করে বিজেপি কর্মী জয়দীপ দত্ত। বুধবার রাতে নামসংকীর্তন থেকে বাড়ি ফেরার পথে জয়দীপ ও তার দলবল মাংস কাটা চপার দিয়ে হামলা চালায় তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর। পারিবারিক বিবাদ বলে বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাবড়া গোবরডাঙা রোডে প্রতাপনগর এলাকায় অবরোধ করে তৃণমূল কর্মীরা। পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। হাবড়া ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহার অভিযোগ, বিজেপি কর্মী জয়দীপ ও তার দলবল এলাকায় মাটিমাফিয়া হিসেবে পরিচিত। এরা জলা জমি কিনে ভরাট করে। সেই কাজে বাধা দেওয়ার জন্যই তাকে খুনের চেষ্টা করা হয়।