রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা

ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই মর্মান্তিক পরিস্থিতির শিকার এক ছাত্রী।

Must read

ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই মর্মান্তিক পরিস্থিতির শিকার এক ছাত্রী। দিল্লির (Delhi) সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই যৌন হেনস্থার শিকার হন এক ছাত্রী। প্রথম বর্ষের এই বি.টেক ছাত্রীকে ক্যাম্পাসের অন্দরে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ জানানো হয়েছে। পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটা জায়গা নতুন নির্মাণ হচ্ছে। সেখানে হঠাৎ চার জন তাঁকে ঘিরে ধরে তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দেয়। অভিযুক্তরা তাঁকে গণধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ জানান নির্যাতিতা।

আরও পড়ুন-রাস্তার গর্তে পড়ে মৃত্যু হলে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ, নির্দেশ বোম্বে হাইকোর্টের

জানা গিয়েছে, সোমবার বিকেলে ময়দানগড়ি থানায় এক ছাত্রী ফোন করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ করলে পুলিশ বিশ্ববিদ্যালয়ে যায় ও তদন্ত শুরু করে। সোমবার বিকাল ৩টে নাগাদ ফোন পেয়ে পুলিশের একটি দলকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পাঠানো হয়। প্রাথমিকভাবে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু পরে নির্যাতিতার সঙ্গে কথা বলে তাঁর বিস্তারিত বয়ান নিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগও দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। ছাত্রীর বক্তব্যের ভিত্তিতে, তার উল্লেখিত এলাকার ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন-ভয়ঙ্কর! যোগীরাজ্যে করওয়া চৌথের রাতে উধাও ১২ জন নববধূ

প্রসঙ্গত, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) দেশগুলির মধ্যে আটটি দেশের শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য একটি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিদেশ মন্ত্রকের (MEA) অধীনে। তাই স্বাভাবিকভাবেই এখানে নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। দিল্লির আদর্শ নগর এলাকার একটি হোটেলে এক ব্যক্তির এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার কয়েকদিনের মধ্যেই ফের এই ঘটনাটি প্রকাশ্যে আসায় গোটা রাজ্যে বিভিন্ন মহলে এখন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Latest article