কন্যাকে তিনতলা থেকে ঠেলে ফেলে খুনের চেষ্টা! যাদবপুরে গ্রেফতার বাবা

Must read

তর্কাতর্কি থেকে তুমুল ঝগড়া। যাদবপুরে নাবালিকা কন্যাকে তিনতলা থেকে ঠেলে ফেলে খুনের চেষ্টা বাবার। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত চিন্ময় গোপকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ (Jadavpur police)।

শুক্রবার, রাতে যাদবপুর থানা এলাকার আনন্দপল্লিতে বেশ কিছুক্ষণ ধরে ঝগড়ার আওয়াজ শুনছিলেন স্থানীয়রা। অচমকা রাত দেড়টা নাগাদ খুব ভারী কিছু পড়ার আওয়াজ পান তাঁরা। বেরিয়ে দেখেন চিন্ময় গোপের নাবালিকা কন্যা প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশে। পরে প্রতিবেশীরা পুলিশের সহায়তায় নাবালিকাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আপাতত চিকিৎসাধীন সে।

আরও পড়ুন- কবিতায় নারী দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, মা-বোন-কন্যাদের স্যালুট অভিষেকের

অভিযোগ, চিন্ময় গোপ তাঁর পনেরো বছরের মেয়েকে তিন তলার বারন্দা থেকে ধাক্কা দেন। ওই বাড়িতে বাবা-মেয়েই থাকতেন। এলাকার দুই বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে, কী কারণে মেয়েকে খুন করার চেষ্টা করেন চিন্ময় তা এখনও স্পষ্ট নয়।

Latest article