বাঁশদ্রোণীর (Bansdroni) ব্রহ্মপুর এলাকায় নিজের বাড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। জখম অবস্থায় মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে অভিযুক্ত যুবক পলাতক। জখম মহিলার নাম অসীমা নস্কর। কয়েকদিন ধরেই অসীমার সঙ্গে তাঁর স্বামীর সমস্যা চলছিল। এদিন তাদের কথাকাটি মাত্রা ছাড়িয়ে যায়।
প্রতিবেশীরা মনে করছে, অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাড়ির সামনে রাস্তায় অসীমার ওপরে হামলা চালান তাঁর স্বামী। ধারাল অস্ত্রের কোপে মহিলা চিৎকার করলে প্রতিবেশীরা বেরিয়ে আসে। এরপরেই অসীমার স্বামী পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা দায়িত্ব নিয়ে এরপর অসীমাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তর।
প্রসঙ্গত, গত কয়েকদিনে আনন্দপুর থানা এলাকায় তিনটি আলাদা জায়গা থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়। একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বার ডান্সারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাইপাসের কাছে গাছ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ। নোনাডাঙায় বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ।