প্রতিবেদন : পয়লা ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারবাসীর সুস্বাস্থ্যের লক্ষ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে সেবাশ্রয়-২। প্রতিদিন বেড়েই চলেছে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা মানুষের সংখ্যা। ১৬ দিনে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে মানুষের উপস্থিতি ছাড়াল ৯৪ হাজারের গণ্ডি। মহেশতলা, মেটিয়াবুরুজের পর সোমবার থেকে বজবজ বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে স্বাস্থ্য শিবির।
আরও পড়ুন-ওড়িশায় বাঙালি উচ্ছেদ উৎকলভবনে প্রতিবাদ
মঙ্গলবার পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্পে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে নাম নথিভুক্ত করেছেন মোট ৯৪,৮০৫ জন। এদিন বজবজের ৩৪টি ক্যাম্পে নাম লিখিয়েছেন ৬,৮৮৬ জন। মোট ৩,১৭৭ জনকে চিকিৎসার পর বিনামূল্যে প্রযোজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। ৩,৪৮১ জনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন হয়েছে। এদিন ৫১ জনকে তাঁদের পরিস্থিতি বুঝে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে।

