প্রতিবেদন : ডায়মন্ড হারবারের মানুষের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে সেবাশ্রয়-২। পয়লা ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবারের মহেশতলা বিধানসভায় শুরু হয়েছে স্বাস্থ্যশিবির। ৮ ডিসেম্বর থেকে মেটিয়াবুরুজেও শুরু হয়েছে সেবাশ্রয়-২। গত ১০ দিনে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরে নাম নথিভুক্ত করেছেন ৫৯,৫৮৬ জন। বুধবার, সেবাশ্রয় ক্যাম্পের দশম দিনে নাম লিখিয়েছেন ৪,৮৮৬ জন।
আরও পড়ুন-বঙ্কিমচন্দ্র, সূর্য সেনকে অপমান, প্রতিবাদে মুখর পূর্বস্থলী তৃণমূল
এদিন মোট ২,৭৩৩ জনকে চিকিৎসার পর বিনামূল্যে প্রযোজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। ২,৭৮৩ জনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন হয়েছে। এদিন ৪০ জনকে তাঁদের পরিস্থিতি বুঝে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। বুধবার আকরা শক্তিগড় রবীন্দ্র বিদ্যাপীঠের খুদে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেটিয়াবুরুজের সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে আসেন স্কুলের শিক্ষকেরা।

