আমেদাবাদ, ৪ নভেম্বর : চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের (Australia-England) দুর্দশা যেন কাটতেই চাইছে না। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। শনিবার মর্যাদার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছেও ৩৩ রানে হারতে হল জস বাটলারদের। অন্যদিকে, এই ম্যাচ জিতে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কার্যত সেমিফাইনালে প্যাট কামিন্সরা।
এদিন অস্ট্রেলিয়ার (Australia-England) ইনিংসের শুরুটা একেবারেই ভাল হয়নি। স্কোরবোর্ডে মাত্র ৩৮ রান উঠতে না উঠতেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার ট্র্যাভিস হেড (১১) এবং ডেভিড ওয়ার্নার (১৫)। ওই পরিস্থিতিতে হাল ধরেছিলেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। স্মিথ ব্যক্তিগত ৪৪ রানে আদিল রশিদের শিকার হন। লাবুশেন ৮৩ বলে ৭১ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলে দেন।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই জনি বেয়ারস্টোর (০) উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। জো রুটও ১৩ রান করে স্টার্কের শিকার হন। এরপর দলকে টানছিলেন দাভিদ মালান ও বেন স্টোকস। কিন্তু ৫০ রান করে মালান প্যাট কামিন্সের শিকার হন। স্টোকস ৬৪ রান ও মইন আলি ৪২ করে আউট হতেই ম্যাচ ঢলে পড়েছিল অস্ট্রেলিয়ার দিকে।
আরও পড়ুন- হারের হ্যাটট্রিকে সেই আঁধারেই ইস্টবেঙ্গল
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…