খেলা

স্মৃতির নজিরেও হার ভারতের

বিশাখাপত্তনম, ১২ অক্টোবর: ইতিহাস গড়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের (৩৩০) রেকর্ড গড়েও হার ভারতের (Australia- India)। এক ওভার হাতে রেখে ৩ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়ার মেয়েরা। কেন তারা মেয়েদের ওয়ান ডে-তে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আবারও দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। মেয়েদের ওয়ান ডে-তে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির অস্ট্রেলীয়দের (Australia- India)। কার্যত একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিলেন অধিনায়ক অ্যালিসা হিলি। ১০৭ বলে ১৪২ রান করে তিনি ম্যাচের সেরা। কাজে এল না স্মৃতি মান্ধানা, প্রতীকা রাওয়ালের বড় রান। জলে গেল স্মৃতির একাধিক নজির। শেষ ৭-৮ ওভারে পরপর উইকেট হারিয়ে আরও কিছু রান তুলতে ব্যর্থ হল ভারত। দিনের শেষে তার মাশুল গুনতে হল হরমনদের। টানা দুই ম্যাচ হেরে চাপে দল।
রান পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ম্যাচেই রানে ফিরলেন। একাধিক নজিরও গড়লেন। প্রথম মহিলা ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার অনন্য নজির গড়লেন স্মৃতি। একইদিনে মেয়েদের একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান করার বিশ্বরেকর্ডও গড়লেন ভারতীয় তারকা। ১১২ ইনিংসে স্মৃতি এই মাইলফলকে পৌঁছলেন।

আরও পড়ুন-বিপর্যস্ত এলাকায় মেয়াদ বাড়ল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর: ঘোষণা মুখ্যমন্ত্রীর

সহজ ব্যাটিং উইকেটে দুরন্ত শুরু করে উইমেন্স ইন ব্লু। স্মৃতি ও প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটিতেই ২৪.২ ওভারে ভারত তুলে ফেলে ১৫৫ রান। এরপরই স্মৃতির উইকেট হারায় দল। ৬৬ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে সোফি মোলিনক্সের বলে আউট হন ভারতীয় ওপেনার। ৭৫ রান করে প্রতীকা ফেরেন। অধিনায়ক হরমনপ্রীত, জেমাইমা রডরিগেজ, হরলিন দেওলরা থিতু হয়েও উইকেট উপহার দিয়ে আসেন। বাংলার রিচা ঘোষ এদিনও আগ্রাসী মেজাজে ব্যাট করেন। শেষ পর্যন্ত অ্যানাবেল সাদারল্যান্ডের বলে ২২ বলে ৩২ রান করে আউট হন রিচা। ভাল জায়গায় থেকেও ৩৩০-এর বেশি রান করতে পারেনি ভারত। বল হাতে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ৫ উইকেট নেন।
অস্ট্রেলিয়া পাল্টা জবাব দিয়ে শুরু করে। ঝড়ের গতিতে রান তোলেন দুই ওপেনার অধিনায়ক হিলি ও ফোব লিচফিল্ড। মাত্র ১১ ওভারেই ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া ৮৫ রান করার পর লিচফিল্ডকে (৪০) ফেরান ভারতীয় বাঁ-হাতি স্পিনার শ্রী চরনী। এরপর এলিস পেরিকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন হিলি। পেরি আহত অবসৃত হয়ে ফিরলে ছন্দে থাকা বেথ মুনি (৪) এবং সাদারল্যান্ডের (০) পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু গার্ডনারকে সঙ্গে নিয়ে ভারতকে নিরাশ করেন সেই হিলি। ঝোড়ো ইনিংস খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ হিলিকে (১০৭ বলে ১৪২) আউট করে ভারতকে জয়ের স্বপ্ন দেখান দুরন্ত বোলিং করা শ্রী চরনী। ৪৪তম ওভারে গার্ডনারকে (৪৫) প্যাভিলিয়নের রাস্তা দেখান আমনজোত। এরপর তালিয়া ম্যাকগ্রা (১২) ও সোফি মোলিনক্সকে (১৮) ফিরিয়ে দীপ্তি ও আমনজোত ভারতকে আশা দেখালেও এলিস পেরি (অপরাজিত ৪৭) ফের মাঠে নেমে হরমনপ্রীতদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন। কিম গর্থকে (অপরাজিত ১৪) সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন এলিস। ভারতীয়দের মধ্যে সবচেয়ে সফল বোলার শ্রী চরনী (৩-৪১)।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

3 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

28 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago