লখনউ, ১৬ অক্টোবর : অ্যাডাম জাম্পার দুরন্ত বোলিংয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া (Australia-Sri Lanka)। মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছেন প্যাট কামিন্সরা। ৪৭ রানে ৪ উইকেট নিয়ে নায়ক জাম্পা। এছাড়া জোড়া হাফ সেঞ্চুরি এল মিচেল মার্শ ও জস ইংগ্লিসের ব্যাট থেকে। অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে প্রবল চাপে শ্রীলঙ্কা।
এদিকে, বিশ্বকাপেও আলোচনায় ‘মানকাডিং’! শ্রীলঙ্কার (Australia-Sri Lanka) ওপেনার কুশল পেরারা দু-দু’বার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু দু’বারই তাঁকে সতর্ক করে ছেড়ে দেন বোলার মিচেল স্টার্ক। এদিন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশঙ্কা ও পেরেরা যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হয়েছিল স্কোরবোর্ডে বড় রান উঠবে। কিন্তু প্রথম উইকেটে ১২৫ রান ওঠার পরেই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামে। নিশঙ্কা ৬৭ বলে ৬১ রান করে কামিন্সের শিকার হন। কিছুক্ষণ পরেই কামিন্সের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন পেরেরা (৮২ বলে ৭৮ রান)। এর পরেই জাম্পার দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
রান তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ডেভিড ওয়ার্নার (১১) ও স্টিভ স্মিথকে (০) হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে সেই চাপ কাটিয়ে দেন মার্শ (৫১ বলে ৫২), ইংগ্লিস (৫৯ বলে ৫৮) এবং মার্নাস লাবুশেন (৬০ বলে ৪০)। এরপর বাকি কাজটা সারেন গ্লেন ম্যাক্সওয়েল (২১ বলে অপরাজিত ৩১) ও মার্কাস স্টোয়নিস (১০ বলে অপরাজিত ২০)।
জাম্পার ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার জয়
শ্রীলঙ্কা ২০৯/১০ (৪৩.৩ ওভারে) অস্ট্রেলিয়া ২১৫/৫ (৩৫.২ওভার)