এগোল অস্ট্রেলিয়া

এদিন ঝড়-বৃষ্টির দাপটে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পর খেলা শুরু হয়। ঝড়ের দাপটে গল স্টেডিয়ামের একটি অস্থায়ী স্ট্যান্ডের ছাউনি ভেঙে পড়ে

Must read

গল, ৩০ জুন : গল টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। আগের দিনের ৩ উইকেটে ৯৮ রান হাতে নিয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছিল তারা। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ৩১৩। ফলে শ্রীলঙ্কার থেকে আপাতত ১০১ রানে এগিয়ে রইলেন প্যাট কামিন্সরা। সৌজন্যে উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিন। দু’জনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম দিনের শেষে ৪৭ রানে নট আউট ছিলেন খোয়াজা।

আরোও পড়ুন-শেষ আটে সিন্ধু-প্রণয়, মালয়েশিয়া ওপেন

এদিন তিনি আউট হন ৭১ রান করে। তাঁর সঙ্গী ট্র্যাভিস হেড (৬) আগেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। খোয়াজা আউট হওয়ার পর, অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ১৫৭। ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন গ্রিন এবং অ্যালেক্স ক্যারি জুটি। গ্রিন শেষ পর্যন্ত আউট হন ৭৭ রান করে। ক্যারির অবদান ৪৫। দিনের শেষে কামিন্স ২৬ এবং নাথান লিয়ন ৮ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অফস্পিনার রমেশ মেন্ডিস ১০৭ রানে ৪ উইকেট পান। ৬৮ রানে ২ উইকেট দখল করেন লেগস্পিনার জেফ্রি ভেনডারর্সি।

আরোও পড়ুন-সাঁতারু মাসুদুর রহমানের অনুপ্রেরণায় এগিয়ে চলেছে বাপী

এদিন ঝড়-বৃষ্টির দাপটে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পর খেলা শুরু হয়। ঝড়ের দাপটে গল স্টেডিয়ামের একটি অস্থায়ী স্ট্যান্ডের ছাউনি ভেঙে পড়ে। ভাগ্য ভাল তখন কোনও দর্শক ছিলেন না। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

Latest article