শুল্কচাপ সামলাতে দোসর অস্ট্রেলিয়া

Must read

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে ভারতের পণ্য রফতানির বাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। এবার সেই ক্ষতি মেরামতির লক্ষ্যে বিকল্প বন্ধু খোঁজার পথে ভারত। দিল্লির প্রশাসন সূত্রে খবর, অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যচুক্তি করার পথে হাঁটতে চলেছে ভারত। একইভাবে এই পরিকল্পনায় ভারতের দোসর হতে রাজি অস্ট্রেলিয়া (australia tariff) সরকারও। শনিবার অস্ট্রেলিয়ার (australia tariff) মেলবোর্নে সেদেশের বাণিজ্যমন্ত্রী ডন ফারেলের সঙ্গে দেখা করেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। সেই বৈঠকে দুই দেশই অর্থনৈতিক সমঝোতা সংক্রান্ত বিষয় দ্রুত চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
অস্ট্রেলিয়া একইসাথে ভারত এবং আমেরিকা— দুই দেশেরই বন্ধুরাষ্ট্র। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের একাধিপত্য রুখতে চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’-এ আমেরিকার পাশাপাশি রয়েছে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। তবে ট্রাম্পের নয়া শুল্কনীতির জেরে বিরক্ত অস্ট্রেলিয়াও। সেদেশের পণ্যেও ন্যূনতম ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। আর ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ফলে আমেরিকায় পণ্য রফতানি বাধাপ্রাপ্ত হচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন দেশের উৎপাদকেরা। এই পরিস্থিতিতে ভারত এবং অস্ট্রেলিয়া চাইছে পণ্য রফতানির জন্য বিকল্প সূত্র খুঁজে বার করতে।

আরও পড়ুন-ধরা পড়ল নকল কার্ড, বইয়ের স্টলেও ভিড় চলচ্চিত্র উৎসবের

Latest article