অস্ট্রেলিয়া ২৫৩/৭ (৫০ ওভার)
ভারত ১৭৪/১০ (৪৩.৫ ওভার)
দাদাদের হারের বদলা নিতে পারলেন না ভাইয়েরা। রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরে গেল ভারত। ফলে রোহিত শর্মার মতো উদয় সাহারনকেও রানার্স ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এদিন জেতার জন্য ২৫৪ রান করতে হত ভারতকে। যুব বিশ্বকাপ ফাইনালে এত রান তাড়া করে এর আগে কোনও দল জিততে পারেনি। রবিবার উদয়রাও পারলেন না। শেষ পর্যন্ত ৪৩.৫ ওভারে ১৭৪ রানেই শেষ ভারতের ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বংশোদ্ভূত হরজস সিংয়ের হাফ সেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে আড়াইশোর বেশি রান তুলেছিল অস্ট্রেলিয়া। ৬৪ বলে ৫৫ রান করে আউট হন হরজস। অথচ অস্ট্রেলীয় ইনিংসের শুরুতেই স্যাম কোনটাসকে (০) আউট করে ধাক্কা দিয়েছিলেন ভারতীয় পেসার রাজ লিম্বানি। যদিও দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ করে সেই চাপ কাটিয়ে দেন হ্যারি ডিক্সন ও অধিনায়ক হিউ ওয়েবগেন। এই জুটি ভাঙেন বাঁ হাতি পেসার নমন তিওয়ারি। পরপর দু’ওভারে নমন প্যাভিলিয়নে ফেরান ওয়েবগেন (৬৬ বলে ৪৮) ও ডিক্সনকে (৫৬ বলে ৪২)।
যদিও ওই জায়গা থেকে দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন হরজস ও অলিভার পিক। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির পর হরজস আউট হলেও, ৪৩ বলে ৪৬ করে নটআউট থেকে যান পিক। এছাড়া রায়ান হিকসের ২৫ বলে ২০ রান উল্লেখযোগ্য। ভারতীয় বোলারদের মধ্যে রাজ ৩৮ রানে ৩টি ও নমন ৬৩ রানে ২টি উইকেট নেন।
আরও পড়ুন- রাম-বামের দুই পঞ্চায়েত সদস্য পাঁচশো সঙ্গী নিয়ে এলেন তৃণমূলে
জেতার জন্য রেকর্ড রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। স্কোরবোর্ডে মাত্র ৬৮ রান তুলতে না তুলতেই ৪ উইকেট পড়ে গিয়েছিল। মাত্র তিন রান করে কালাম ভিডলারের শিকার হন আর্শিন কুলকার্নি। মুশির খান ২২ রান করে মাহলি বেয়ার্ডম্যানের বলে বোল্ড হন। মাত্র ৮ রান করে আউট হন অধিনায়ক উদয়। এরপর শচীন ধাস ৯ রান করে র্যাফ ম্যাকমিলানের বলে আউট হন। ভারতের জয়ের আশা ওখানেই শেষ। কিছুটা লড়লেন আদর্শ সিং (৭৭ বলে ৪৭ রান) ও মুরুগান অভিষেক (৪৬ বলে ৪২ রান)। তাতে ভারতের হারের ব্যবধানই শুধু কমেছে। অস্ট্রেলিয়ার বেয়ার্ডম্যান ও ম্যাকমিলান তিনটি করে উইকেট দখল করেন।