আবুধাবি, ২৩ অক্টোবর : জয় দিয়েই টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। শনিবার রুদ্ধশ্বাস উত্তেজক ম্যাচে দু’বল হাতে রেখে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলীয়রা। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১২১ রান তুলে জয় ছিনিয়ে নেয় ক্যাঙারু বাহিনী।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলতে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৩ রানে অধিনায়ক তেম্বা বাভুমা (১২) গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন। এরপর একে একে প্যাভিলিয়নে ফিরে যান রাসি ভ্যান ডার ডুসেন (২), কুইন্টন ডি’কক (৭) এবং হেনরিখ ক্লাসেন (১৩)।
আরও পড়ুন : আগের জয় মাথায় নেই বিরাটের
ফলে মাত্র ৪৬ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল প্রোটিয়ারা।
এই চাপ আরও বাড়ে ডেভিড মিলার ১৮ বলে ১৬ রান করে আউট হলে। চাপের মুখে একা কুম্ভের মতোই লড়ছিলেন এইডেন মার্করাম। কিন্তু ৩৬ বলে ৪০ রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে গেলে দক্ষিণ আফ্রিকার বড় রানের আশায় ইতি। শেষ দিকে কাগিসো রাবাডা ২৩ বলে অপরাজিত ১৯ রান না করলে, রান একশোর গণ্ডি পার হত কি না সন্দেহ!
অস্ট্রেলীয় বোলারদের মধ্যে দু’টি করে উইকেট পান অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, জস হ্যাজলেউড। একটি করে উইকেট পান ম্যাক্সওয়েল এবং প্যাট কামিংস।
জয়ের জন্য ১১৯ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি অস্ট্রেলিয়ার। খাতা খোলার আগেই আউট অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ডেভিড ওয়ার্নার (১৫ বলে ১৪) এই ম্যাচেও রান পেলেন না। তিন নম্বরে ব্যাট করতে নামা মিচেল মার্শও (১১) ব্যর্থ। ৩৮ রানে ৩ উইকেট, এই পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েল। কিন্তু স্মিথ ৩৫ রানে এবং ম্যাক্সওয়েল ২৪ রানে পরপর আউট হলে ফের চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও মার্কাস স্টোইনিস (১৬ বলে অপরাজিত ২৪) এবং ম্যাথু ওয়েড (১০ বলে অপরাজিত ১৫) অসমাপ্ত ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করে দলকে জয় উপহার দেন।