ক্যানবেরা, ২৮ নভেম্বর : দু’দিনের প্রস্তুতি ম্যাচের আগে ক্যানবেরায় পৌঁছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেটাররা (Team India)। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে রোহিত শর্মাদের সঙ্গে ছিলেন প্যাট কামিন্সরাও। শনি ও রবিবার মানুকা ওভালে দু’দিনের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ ভারত খেলবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। তার আগে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মশলাদার’ আড্ডায় বিরাটরা।
সফরকারী দলের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থাও ছিল। ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী জসপ্রীত বুমরার বোলিংয়ে মজে। পারথ টেস্টে সেঞ্চুরি করার জন্য বিরাট কোহলিকেও অভিনন্দন জানিয়েছেন আলবানিস। পার্লামেন্টে বিবৃতিতে অধিনায়ক রোহিত জানান, পারথের ছন্দ সিরিজে ধরে রাখতে চান।
পার্লামেন্টে অধিনায়ক রোহিত তাঁর সতীর্থদের সঙ্গে প্রধানমন্ত্রী আলবানিসের পরিচয় করিয়ে দেন। বুমরা, বিরাটের সঙ্গে আলাদা করে কথাও বলেন অজি প্রধানমন্ত্রী। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুমরাকে আলবানিস বলেন, ‘‘তোমার বোলিং অ্যাকশন, স্টাইল বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা।’’ বিরাটকে তিনি বলেন, ‘‘পারথে খুব ভাল সময় কাটিয়েছ তুমি। সেই সময় মনে হচ্ছিল আমাদের কষ্ট যেন যথেষ্ট ছিল না।’’ রসিকতার ছলে পাল্টা প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে বিরাট বলেন, ‘‘আমি সবসময় কিছু মশলা যোগ করার চেষ্টা করি।’’ তাতে আবার আলবানিসের পাল্টা, ‘‘ভারত তো, মশলা হবেই।’’এই কথায় দু’জনেই হাসতে থাকেন। কথোপকথনের ভিডিও ভাইরাল।
আরও পড়ুন- যশস্বী বিশাল প্রতিভা : স্টার্ক
দু’দেশের সংস্কৃতি, ক্রিকেটীয় সম্পর্ক, ভক্তদের পাশে থাকার প্রসঙ্গ টেনে অধিনায়ক রোহিত পার্লামেন্টে বলেন, ‘‘অতীতে আমরা এখানে এসে কিছু সাফল্য পেয়েছি। গত সপ্তাহটাও খুব ভাল কেটেছে। এখান থেকে সেই ছন্দ ধরে রাখার পাশাপাশি আমাদের আরও ভাল খেলতে হবে। লম্বা সিরিজ। তাই আমরাও অস্ট্রেলিয়ার সংস্কৃতি উপভোগ করতে চাই। এখানে বিভিন্ন শহরের বৈচিত্র অন্যরকম অনুভূতি আনে। আশা করি, আগামী কয়েক সপ্তাহ অস্ট্রেলিয়ার মানুষ এবং সেইসঙ্গে ভারতীয় ভক্তদেরও আনন্দ দিতে পারব। এখানে আমরা যা কিছু অর্জন করতে চাই, তার পিছনে কিন্তু সমর্থকদের বিরাট ভূমিকা থাকে। খুব ভাল একটা মাস আসছে। আমরা সবাই উত্তেজিত। অপেক্ষা করুন, আশা করি আমরা বিনোদন দিতে পারব।’’
বৃহস্পতিবার বিশ্রাম ছিল। শুক্রবার থেকে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারত। ডন ব্র্যাডম্যানের শহরে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। তাই মানুকা ওভালে গোলাপি বলে ম্যাচ খেলে নিজেদের ভালভাবে প্রস্তুত রাখতে চাইছেন রোহিতরা। ক্যানবেরায় টিম হোটেলে ঢোকার ছবি পোস্ট করেছে বিসিসিআই। সেখানে দেখা গিয়েছে, শুভমন গিলের আঙুলে কোনও ব্যান্ডেজ বা স্ট্র্যাপ নেই। তিনি যে অনেকটা সুস্থ, সেটা স্পষ্ট। তবে অ্যাডিলেডে শুভমনের খেলা নিয়ে সংশয় রয়েছে। প্রস্তুতি ম্যাচেও হয়তো খেলবেন না তিনি। ঝুঁকি না নিয়ে শুভমনকে আরও কয়েকটা দিন বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট।