কলকাতার ট্রামে জুড়ল অস্ট্রেলিয়ান পর্যটন

কলকাতায় ট্রাম শুধু পরিবহণে নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক উত্থানপতনের একাধিক ঘটনা।

Must read

প্রতিবেদন : কলকাতায় ট্রাম শুধু পরিবহণে নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক উত্থানপতনের একাধিক ঘটনা। এবার এই ট্রামের সঙ্গে যুক্ত হল অস্ট্রেলিয়ান পর্যটন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির একটি অংশ যুক্ত হল কলকাতা ট্রামের ঐতিহ্যে। এই ট্রাম যাত্রা শুরু হবে মঙ্গলবার থেকে, যা চলবে আগামী ১৫ দিন। এই উদ্যোগের লক্ষ্য হল অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় আকর্ষণ প্রদর্শন করা এবং অস্ট্রেলিয়া এবং কলকাতার মধ্যে একটি গভীর সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা।

আরও পড়ুন-নিট ঘোটালায় বিজেপি নেতা, সুপ্রিম কোর্টে ভর্ৎসনা

অস্ট্রেলিয়া তার অতুলনীয় সৌন্দর্য এবং অনন্য অভিজ্ঞতার জন্য বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই ট্রামে তুলে ধরা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় অস্ট্রেলিয়ার কনসাল-জেনারেল হিউ বয়লান, অভিনেত্রী রাইমা সেন ও পরিবহণ বিভাগের সচিব। ১৫০ বছর ধরে কলকাতার বুকে চলছে এই ট্রাম। এই ঐতিহ্যবাহী ট্রামের সঙ্গে অস্ট্রেলিয়ান পর্যটন যুক্ত হয়ে এক আলাদা মাত্রা তৈরি করবে, যা ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও মজবুত করবে।

Latest article