মুম্বই, ১০ ফেব্রুয়ারি : আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য দুঃসংবাদ। এবার টুর্নামেন্টের প্রথম ধাপে অস্ট্রেলীয়দের (Australia) অনেককেই পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের জন্য এই ঘটনা। নির্বাচক প্রধান জর্জ বেইলি সাফ জানিয়েছেন, দেশ সবার আগে। তাঁরা আইপিএলের জন্য কাউকে ছাড়বেন না।
আইপিএল এবার দশ দলের টুর্নামেন্ট। দু’মাসে মোট ৭৪টি খেলা হবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটাররাই নিলামে অংশ নিচ্ছেন। মোট ৪৭ জন। পাকিস্তানে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলার কথা প্যাট কামিন্সদের। পাক সফরের ক্রীড়াসূচির সঙ্গে আইপিএলের প্রথম ধাপের খেলা মিলে যাচ্ছে বলেই সমস্যা।
আরও পড়ুন – সুব্রত স্মরণে শুরু কবাডি টুর্নামেন্ট
পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স কাল ও পরশুর নিলাম থেকে আসন্ন টুর্নামেন্টের ক্যাপ্টেন বেছে নিত বলে মনে করা হচ্ছিল। সম্ভাব্য ক্যাপ্টেন হিসাবে ওয়ার্নার, কামিন্সের নাম শোনা যাচ্ছিল। যাঁদের বিসিসিআই মার্কি প্লেয়ার বলে বেছে রেখেছে। কিন্তু দেখা যাচ্ছে দু’জনেই পাক সফরের অনেকটা অংশ জুড়ে থাকবেন। এছাড়া স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শও পাক সফরে ব্যস্ত থাকবেন বলে আইপিএলের প্রথম দিকের কিছু ম্যাচ মিস করতে পারেন। তাছাড়া আইপিএলের আগে এই বিদেশিদের ছ’দিনের কোয়ারেন্টিনের ব্যাপারও রয়েছে।
এই পরিস্থিতিতে দু’দিনের আইপিএল নিলাম আরও আকর্ষণীয় হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। কপাল খুলে যেতে পারে মাঝারি ক্রিকেটারদেরও।