বারবার বিকল, ব্লু লাইন মেট্রোতে পুরনো গেট বদলানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Must read

কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Blue Line Metro) যাত্রীসুবিধা বাড়াতে পুরনো ও বিকল স্বয়ংক্রিয় গেট বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত মেট্রোর। মেট্রো সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ব্লু লাইনের একাধিক স্টেশনে গেট খোলা-বন্ধ নিয়ে যাত্রীদের অভিযোগ বেড়েছিল। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, কাগজের টিকিটে থাকা কিউআর কোড স্ক্যান না হওয়ায় গেট খুলছে না। আবার স্মার্ট কার্ড ব্যবহার করলেও বহু গেট খুলছে না। এর ফলে পিক আওয়ারে প্ল্যাটফর্মে ভিড় জমে যাচ্ছিল। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৩৩টি অটোমেটিক গেট ধাপে ধাপে বদলে দেওয়া হবে।

আরও পড়ুন- মন-থা’র প্রভাবে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, চাষীদের আতঙ্কিত না হওয়ার বার্তা কৃষি বিভাগের

মেট্রো রেল কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, “পুরনো গেটগুলির যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে না। অনেক গেটই ২০১১ সালে বসানো হয়েছিল। তাই মেরামতির বদলে সম্পূর্ণ নতুন গেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন গেট (Blue Line Metro) বসানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলিতে গেট বদলের কাজ শুরু হবে। তবে বরানগর ও দক্ষিণেশ্বরের মতো তুলনামূলক নতুন স্টেশনগুলিতে বসানো হবে না।

Latest article