মেট্রো বিভ্রাটের জেরে গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো ভাড়া বাড়ল ৭ গুণ! নাজেহাল যাত্রীরা

Must read

কথায় আছে কারও পৌষ মাস কারও সর্বনাশ! সোমবার সকাল থেকে ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রোর (kolkata metro) আংশিক পরিষেবা মিলছে চরম ভোগান্তির শিকার যাত্রীরা শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ অর্থা মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে না মেট্রো তারমধ্যে অফিস টাইমে নিত্যযাত্রীদের দুর্ভোগের অন্ত নেই এর মধ্যে দোসর অটো ভাড়া

শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জগামী প্রতিটি বাসে দেখা গিয়েছে ভিড় বাদুড় ঝোলা অবস্থায় কোনওরকমে টালিগঞ্জ মেট্রো (kolkata metro) স্টেশন পর্যন্ত পৌঁছতে চাইছেন যাত্রীরা এর মধ্যে অনলাইনে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছিলেন অ্যাপ-ক্যাব চালকরাপোয়া বারো অটো চালকদেরঅসহায় যাত্রীদের দেখে মর্জি মাফিক ভাড়া হাঁকাচ্ছেনযেখানে গড়িয়া থেকে টালিগঞ্জের ভাড়া ২০ টাকা, সেখান এই রুটের যাত্রীদের থেকে ছয়-সাত গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে কিছু অটো চালকের বিরুদ্ধেঅভিযোগ এসেছে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারেরও কোনও কোনও অটো চালক যাত্রীদের কাছে থেকে ১০০ টাকা, আবার কেউ কেউ ১৫০ টাকাও চাইছেন

আরও পড়ুন-যোগীরাজ্যে বিজেপি সাংসদের বোনকেই মারধর! মারাত্মক অভিযোগ

এদিন সকাল ৯টার আগে কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যায়ফোলে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা সচল থাকলেও উল্টো পথে তা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষটালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে দক্ষিণেশ্বরগামী মেট্রোতৈরি হয় বিশৃঙ্খলা

Latest article