প্রতিবেদন: শহর জুড়ে নজরদারি বাড়াতে আরও ৩০টি সিসি ক্যামেরা বসল হাওড়া কমিশনারেট এলাকায়। একই সঙ্গে সিটি পুলিশের তরফে অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন প্রযুক্তির আরও ১৪টি ক্যামেরা বসানো হল। এর জন্য খরচ হয়েছে মোট ৪৮ লক্ষ ৩৬ হাজার ৮৩০ টাকা। নিজের সাংসদ তহবিল থেকে সেই টাকা দিয়েছেন স্থানীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ভয়াবহ দূষণ, ক্লাসরুমের বাইরে খেলাধুলোয় নিষেধাজ্ঞা জারি করা হল রাজধানী দিল্লিতে
বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এগুলির ডিজিটালি উদ্বোধন করেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন নগরপাল প্রবীণ ত্রিপাঠী, যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার-সহ পুলিশ কর্তারা। নিরাপত্তা জোরদার করতে যেমন সিসি ক্যামেরা বসানো হয়েছে, তেমনই এর পাশাপাশি স্বয়ংক্রিয় নম্বর-প্লেট স্বীকৃতির ক্যামেরার মাধ্যমে ট্র্যাফিক আইন প্রয়োগ, অপরাধমূলক কাজকর্ম শনাক্তকরণ আরও সহজে করা সম্ভব হবে। এই ক্যামেরার ছবি থেকে সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেট শনাক্ত করা সক্ষম হবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়া সিটি পুলিশ শহরের নিরাপত্তায় যে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে। আমি তাঁদের যে কোনও উদ্যোগের পাশে আছি।

