ভোটার বেশি হলে অক্সিলিয়ারি বুথ

বৈঠকের পর শিলিগুড়ি মহকুমা শাসক ও নির্বাচনী আধিকারিক শ্রীনিবাস পাতিল জানান, ৪৭টি ওয়ার্ডে মোট ৫০২টি পোলিং স্টেশন থাকছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মনোনয়ন থেকে নির্বাচন সবক্ষেত্রেই করোনা বিধিকে গুরুত্ব দিল নির্বাচন কমিশন। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সতর্কতার বিষয়ে জানিয়ে দিলেন নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা শাসক তথা মহাকুমার নির্বাচনী আধিকারিকের দফতরে শিলিগুড়ি কর্পোরেশনের নির্বাচন নিয়ে হয়ে গেল সর্বদলীয় বৈঠক।

আরও পড়ুন-বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি

বৈঠকের পর শিলিগুড়ি মহকুমা শাসক ও নির্বাচনী আধিকারিক শ্রীনিবাস পাতিল জানান, ৪৭টি ওয়ার্ডে মোট ৫০২টি পোলিং স্টেশন থাকছে। তবে বেশ কিছু ওয়ার্ডে ১২০০-র বেশি ভোটার আছে। সেক্ষেত্রে অক্সিলিয়ারি বুথ করা হবে। এছাড়া তিনি জানান, তাঁর দফতর বিবেকানন্দ ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আটটি ঘর হয়েছে। কোভিড বিধি মেনে প্রার্থীদের সঙ্গে একজন প্রপোজার ও একজন সাপোর্টার প্রবেশ করতে পারবেন। নির্দল প্রার্থীরা দশজন সাপোর্টারের এফিডেভিট করে একজন প্রপোজারকে সঙ্গে নিয়ে মনোয়নপত্র জমা করতে পারবেন। নিরাপত্তার বিষয়ে নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ নিরাপত্তা মেনে নির্বাচন করা হবে এবং সমস্ত বুথে ১৪৪ ধারা জারি থাকবে।

Latest article